মাতৃগাঁও মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়টি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত । এই বিদ্যালয়টি অত্র এলাকার শিক্ষা বিস্তারের সুতিকাগার।
যখন শিক্ষার আলো সবে জ্বলতে শুরু করেছিলো তখনোও এই প্রতিষ্ঠানটি শিক্ষার আলো ছড়িয়েছে বহুদুর ।
এই প্রতিষ্ঠানটি অত্র এলাকার বিনোদনেরও প্রাণকেন্দ্র ।
শেখ রাসেল ডিজিটাল ল্যাব, উন্নতমানের গ্রন্থাগার ,সুসজ্জিত বিজ্ঞানাগার , সহশিক্ষা কার্যক্রম প্রচালনার জন্য সুবিশাল খেলার মাঠ আছে।
টাঙ্গন নদীর তীরে অবস্থিত অপার সৌন্দর্য্যের এক লীলাভুমিতে এই বিদ্যালয়টি অবস্থিত ।
আমি এই বিদ্যালয়টির উত্তরোত্তর উন্নতি ও মঙ্গল কামনা করি
প্রধাণ শিক্ষক
মোঃ আলমগীর (বিএসসি বি,এড )